নাটোরে শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বাড়িসহ সকল আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের আলাইপুর এলাকায় সুজিত দাস ও পলাশ দাসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সামা এবং এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আলাইপুর এলাকায় অজিত দাস এবং পলাশ দাসের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে নিমিষেই তাদের বাড়ির বসতঘর থেকে শুরু করে সব পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বাড়ির সবকিছু পুড়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্থরা।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা এবং চাউল বিতরণ করেন। পরবর্তীতে তাদের গৃহ নির্মাণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ঢেউ টিনের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন