চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় পার করছেন আফগানিস্থানে অপহৃত পাবনার ব্র্যাক কর্মকর্তার পরিবার। যে কোন মূল্যে তাকে দেশে ফিরিয়ে এনে পরিবারের নিকট পৌঁছে দেওয়ার জন্য সরকার ও ব্র্যাকের নিকট আবেদন করেছেন তারা।
আফগানিস্তানে অপহৃত হওয়া দুই ব্র্যাক কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন বাড়ি পাবনার সদরের দুবলিয়া গ্রামে এবং প্রকোশলী মো. শওকতের বাড়ি ফরিদপুর উপজেলার হাংরাগাড়ি গ্রামে। সিরাজুল গত চার বছর এবং শওকত ১০ বছর ধরে ব্র্যাকের কর্মকর্তা হিসেবে আফগানিস্তানের পুন্ড্র প্রদেশে কর্মরত রয়েছেন।
সিরাজুরের স্ত্রী লতা খাতুন জানান, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সর্বশেষ মুঠোফোনে তার স্বামী সিরাজুলের সাথে সর্বশেষ কথা হয়। এরপরে আর কোন খোঁজ খবর না পেয়ে আমরা উদ্বিগ্ন হলে রাত ১০টার দিকে আফগানিস্থানে অবস্থানরত সিরাজুলের সহকর্মী মাহবুব হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি সিরাজুল ও শওকত নিখোঁজ হওয়ার কথা জানান।
নিখোজ সিরাজুলের মা শাহনাজ পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে কারোর সঙ্গে কখনো খারাপ আচরণ করেনি। সুনামের সাথে দীর্ঘদিন চাকরী করে আসছে। সরকারের নিকট আমার আকুল আবেদন আমার নিরপরাধ ছেলেকে আমার কোলে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া হোক।
এ ব্যাপারে ব্র্যাকের মিডিয়া সেলের কর্মকর্তা মাহবুব হোসেন এই দুইজনের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ব্র্যাকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তাদের মুক্তির জন্য জঙ্গিদের যে কোন দাবী পূরণে ব্র্যাক প্রস্তুুত রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব