চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানার দক্ষিণ বন্দর এলাকায় নিজ বাড়ির গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি মজুমদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রনি দক্ষিণ বন্দর হিন্দু পাড়ার মতি মজুমদারের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর বলেন, নিজ বাড়ির গাছ কাটার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে গুরুতর আহত হন রনি। বিকাল ৪টার দিকে তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন