চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় পৃথক অভিযান চালিয়ে একটি লঞ্চ থেকে ৫২০ কেজি জাটকা জব্দ ও ৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ডের একটি দল।
শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
বিকেল ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মো. বিলাল্ল হোসেন (২৫), মো. মজিবুল হক (২৮), মো. আলী (৩৫), মো. দুলাল মিয়া (৩২)।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এম. এনায়েত উল্যাহ বলেন, ১৮ মার্চ রাতে চাঁদপুরের মেঘনার মোহনায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি জামাল-১ লঞ্চে তল্লাশি চালিয়ে ৫২০ কেজি জাটকা জব্দ করা হয়। শনিবার বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাটকাগুলো এতিমাখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।
তিনি আরো জানান, কোস্টগার্ড টহল দল শনিবার ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে জাটকা শিকারের দায়ে ৪ জেলেকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন