বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শ্যালা নদীতে তলা ফেটে এবার ১২শ' ৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে একটি লাইটারেজ জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে।
শনিবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া ক্যম্পের কলামুলা এলাকার শ্যালা নদীতে এমভি ‘সী হর্স-১’ নামের এই কয়লাবাহী লাইটারেজ জাহাজ ডুবে যায়। কয়লা বোঝাই এই লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম থেকে কলয়া বোঝাই করে পিরোজপুরের কাউখালী হয়ে যশোরের নোয়পাড়া বন্দরে যাচ্ছিল। তবে এই লাইটারেজ জাহাজটিতে থাকা মাস্টারসহ ১২ জন ক্রুকে অয়েল ট্যাংঙ্কার নূর জাহানের ক্রুরা উদ্ধার করে রাতে শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট অফিসে নিয়ে এসেছে।
শ্যালা নদীতে এবার কয়লা বোঝাই লাইটারেজ জাহাজ ডুবির ফলে আবারও সংকটে পড়েছে সুন্দরবন। সুন্দরবন বিভাগ ও ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটির মাস্টার মো. সিরাজুল ইসলাম মোল্লা এতথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম রাত ১০টায় বলেন, চট্টগ্রাম থেকে ১২শত ৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে সমতা ট্রান্সপোর্ট এজেন্সির লাইটারেজ জাহাজ এমভি ‘সী হর্স-১’ টর শনিবার সন্ধায় শরণখোলার বলেশ্বর নদী হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে যশোরের নোয়াপাড়া বন্দরে উদ্দেশ্যে যাচ্ছিল। শনিবার বিকাল ৬টার দিকে সুন্দরবনের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া ক্যাম্পের কলামূলা এলাকার শ্যালা নদীতে পৌঁছালে ডুবন্ত নৌযানের সাথে ধাক্ক খেয়ে কয়লা বোঝাই কার্গো জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। তবে ডুবে যাওয়া এই লাইটারেজ জাহাজে কি পরিমান জ্বালানী তেল রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি লাইটারেজ জাহাজটির মাস্টার মো. সিরাজুল ইসলাম মোল্লা।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৬/মাহবুব/ সালাহ উদ্দীন