আজ সকাল ৮টা থেকে ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর কবিরহাট পৌরসভার ভোট গ্রহণ চলছে। মোট ৯টি কেন্দ্রে ৬৬৭৩ জন পুরুষ ও ৬৭২১ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
আইনশৃংখলা নিয়ন্ত্রণে প্রশাসন সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। রাব, বিজিবি ও পুলিশ আইনশৃংখলা রক্ষায় কাজ করছে।
পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জহিরুল হক রায়হান এবং বিএনপি মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমান মঞ্জু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ