স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ স্বাস্থ্য অধিদপ্তরের নয় কর্মকর্তাকে আজ সকালে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন লক্ষ্মীপুরের এক আইনজীবী। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য সহকারীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবী জানিয়ে তা না হলে সনদবিহীন স্বাস্থ্য সহকারীদের ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবা বন্ধে সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি দেয়া হয়। লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ মাহমুদুল হক সুজন জনস্বার্থে এ নোটিশ পাঠান বলে জানান। সারা দেশে স্বাস্থ্য সহকারীরা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না নিয়ে তৃণমূল পর্যায়ে শিশু ও নারীসহ জনগণকে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করায় এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান এ আইনজীবী।
নোটিশটি স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য), লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন, জেলার পাঁচটি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয় , গত ১১ ও ১২ মার্চ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনের খবরের প্রকাশ করা হয় যে লক্ষ্মীপুরসহ সারা দেশে প্রায় ২১ হাজার স্বাস্থ্য সহকারী কাজ করছেন। তারা নবজাতক, শিশু, কিশোরী ও গর্ভবতী মহিলাদের টিকাদানসহ সাধারণ মানুষকে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। কিন্তু স্বাস্থ্য সহকারীদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অথচ প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে যেসব ভেটেনারী ফিল্ড অ্যাসিস্ট্যান্টরা হাঁস-মুরগি ও গরু- ছাগলসহ গবাদিপশুর চিকিৎসা করে, তারা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে ডিপ্লোমা সনদধারী হন। এ ক্ষেত্রে স্বাস্থ্য সহকারীরা ডিপ্লোমা সনদধারী না হয়েও টিকা ও চিকিৎসা সেবা প্রদান করেন, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্নক ঝুঁকিপূর্ণ।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ