বগুড়া শেরপুরের ডাক্তারকে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় পুলিশ জাকির হোসেন (৩৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে। পুলিশ তার কাছ থেকে ১০টি ককটেল ও ১টি দেশীয় সামুরাই উদ্ধার করেছে। গত শনিবার রাতে শেরপুর উপজেলার টাউনকলোনী বণিকপাড়া তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে দুবলাগাড়ী গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করে।
জানা যায়, শেরপুরের ডাক্তার আমিরুল হোসেন চৌধুরীকে গত ১৪ মার্চ রাতে অপহরণ করে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ব্ল্যাকমেইলের মাধ্যমে চাঁদা আদায় করার ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের হয়। মামলায় জাকিরকে গ্রেফতারের পর তার বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষের ছাদের উপর থেকে ধূসর রংয়ের কাগজের কার্টনে পলিথিনে মোড়ানো ১০টি ককটেল (হাতবোমা) ও একটি দেশীয় অস্ত্র সামুরাই উদ্ধার করে। পরে আজ রবিবার দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মো. এরফান জানান, শেরপুরের চিকিৎসকে অপহরণ ও তার কাছে চাঁদা আদায় করার মামলায় গ্রেফতার করা হয়েছে জাকির হোসেনকে। জাকিরকে গ্রেফতারের পর তার কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ