আবাসিক হলে পর্যাপ্ত নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। রবিবার বিকেল ৪টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিদ্যুতের দাবিতে এই কর্মসূচি পালন করে।
এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে আগুন দিলে রাস্তার যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক অবোরোধ কর্মসূচি তুলে নেন।
আবাসিক শিক্ষার্থী রফিকুল ইসলাম জানান, বেশকিছুদিন ধরে আমাদের ক্যাম্পাসে বিদ্যুতের লোডশেডিং দেখা দিয়েছে। আমরা অনেক বার প্রশাসনকে অবহিত করেও কোন লাভ হয়নি। গতকাল শনিবার থেকে আমাদের ক্যাম্পাসের হলসহ ক্লাসরুম গুলোতে বিদ্যুৎ নাই। পরীক্ষার আগে এই ধরনের সমস্যার কারণে আমাদের পড়াশুনা করতে চরম সমস্যা হয়। আমরা এই সমস্যার দ্রুত সমাধানের জন্যেই এই কর্মসূচি দেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বিদ্যুৎ সমস্যার কথা স্বীকার করে বলেন, আমাদের ক্যাম্পাসে পল্লী বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, অল্প সময়ের মধ্যে এর সমাধান করবেন বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, আমরা চাইলেই বিষয়টির সমাধান করতে পারি না। তবুও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কয়েকবার কথা বলেছি।
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ, ২০১৬/ রশিদা