ফেনী গার্লস ক্যাডেট কলেজের বাথরুম থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাদিয়া তাবাসসুম তুবা (ক্যাডেট নং ৫৫৯) অষ্টম শ্রেণির ছাত্রী। সে কুমিল্লার মনোহরগঞ্জের চিতসি বাজার সাত পুকুরিয়া গ্রামের সাইফুল আলমের মেয়ে। সাইফুল আলম কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ বলে জানা যায়।
ক্যাডেট কলেজ সূত্রে জানা যায়, অন্যদিনের মত সোমবার রাতে তুবা অন্য ছাত্রীদের সাথে তার হোস্টেল কক্ষে ঘুমায়। ভোর রাতে তাকে কক্ষে দেখতে না পেয়ে সহপাঠিরা তাকে খুঁজতে থাকে। পরে হোস্টেলের বাথরুমে তার পরনের বেল্ট পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ফাঁস দেয়ার কারন জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২২ মার্চ ২০১৬/ এস আহমেদ