বাগেরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের স্তুপে ধাক্কা লেগে নাছির শেখ (৪০) নামে এক আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। বুধবার সকালে বাগেরহাট শহরের দড়াটানা সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত মোটরসাইকেল চালক সোহানকে (৩০) ভর্তি করে। সকাল দশটার দিকে আহত সোহানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নাছির শেখ শহরের সরুই এলাকার মো. আলকাস শেখের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মিজানুর রহমান খান বলেন, বুধবার সকালে কচুয়া থেকে মোটরসাইকেলযোগে বাগেরহাটে ফেরার পথে ঘটনাস্থলে পৌছে দুই মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ইটের ইটের স্তুপে ধাক্কায় লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। সকাল দশটার দিকে সোহানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ, ২০১৬/ রশিদা