আসন্ন এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৪৪ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
৬১২টি কলেজের এই শিক্ষার্থীরা ১৮৪ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এর মধ্যে রংপুরে ৩৩টি, গাইবান্ধায় ২৯টি, নীলফামারীতে ২১টি, কুড়িগ্রামে ২২টি, লালমনিরহাটে ১০টি, দিনাজপুরে ৩৯টি, ঠাকুরগাঁওয়ে ১৮টি ও পঞ্চগড়ে ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর জেলার ১৯ হাজার ৩৩৫ জন, গাইবান্ধার জেলার ১৩ হাজার ২১৬ জন, নীলফামারী জেলার ১২ হাজার ৪১২ জন, কুড়ীগ্রাম জেলার ১২ হাজার ২৫৭ জন,লালমনিরহাট জেলার ৭ হাজার ৭৭০ জন, দিনাজপুর জেলার ২০ হাজার ৮৭৯ জন, ঠাকুরগাঁও জেলার ১০ হাজার ৯৫২ জন ও পঞ্চগড় জেলার ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান উপরোক্ত তথ্য নিশ্চিত করে জানান, ইতমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন