ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামে শুক্রবার বৃষ্টির পানি বের করা নিয়ে সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন, শৈলকুপার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আমিরুল ইসলাম, তার মা আবিরণ নেছা, ওয়াজেদ আলী, সোহরাব হোসেন, নিলু বেগম ও ইমদাদুল ইসলাম।
এর মধ্যে গুরুতর আহত সোহরাব হোসেনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে বৃষ্টির পানি বের করা নিয়ে গোবিন্দপুর গ্রামের আমিরুল ও তার চাচাতো ভাই ওয়াজেদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর উভয় পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পরিবারের ছয়জন আহত হন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে চাচাতো ভাইদের সাথে মারামারি হয়েছে, তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ