বগুড়ার সোনাতলা ও ধুনট উপজেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সঙ্গে শিলা বৃষ্টিতে আম-লিচুর মুকুলসহ বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।
গত বুধবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার জালশুকা, কুমিরিয়াডাঙ্গা, চানদিয়াড়, বাটিকাবাড়ি, দিঘলকান্দি, বিশ্বহরিগাছা, ভুবনগাতি, পেচিবাড়িসহ অন্তত ১৫টি এবং সোনাতলার ৮টি গ্রামে ঝড় ও শিলাবৃষ্টির ঘটনা ঘটে।
ধুনটের জালশুকা গ্রামের চাষিরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। মাত্র ১৫ মিনিটের শিলা বৃষ্টি ও ঝড়ে আম ও লিচু গাছের অনেক মুকুল ঝরে গেছে। এছাড়া উঠতি বোরো ধান গাছের আগা ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে, অনেক খেতের ভুট্টা গাছ মাটিতে পড়ে গেছে ও গাছের ডগায় সদ্য বের হওয়া মোচার ক্ষতি হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতির কথা শুনেছি। কিন্তু এর সঠিক পরিসংখ্যান নিরুপণ করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন