বগুড়ার ধুনট উপজেলায় গাছের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী আলতাব আলী (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ধুনট উপজেলার চিকাশি তিনমাথা এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আলতাব আলী ধুনট পৌর এলাকার উত্তর অফিসার পাড়ার মৃত: ছিফাত আলীর ছেলে এবং ধুনট বাজারের ব্যাটারী ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, আলতাব আলী তার ছেলে ডাবলু মিয়ার মোটরসাইকেলের পিছনে চড়ে হটিয়ারপাড়া থেকে ধুনট শহরে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ধুনট-জোড়শিমুল পাকা রাস্তার চিকাশি তিনমাথা এলাকায় রাস্তার পাশে একটি গাছ কাটার সময় অসাবধানতাবসত ওই কাটা গাছটি চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে। এতে আলতাব আলী ঘটনাস্থলেই মারা যায়। একই সঙ্গে তার ছেলে ডাবলু মিয়া আহত হন। আহত ডাবলু মিয়াকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুরনাহার পারভিন নাইস জানান, মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণের ফলে আলতাব আলীর মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন