পার্বতীপুরে ঝড়ে ভেঙ্গে পড়া একটি গাছের মালিকানা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে ফজলুল হককে উপজেলা হাসপাতালে এবং শরিফুল ইসলাম (৩০) ও আলী মুর্তুজা বাবু (৩২)কে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুরের চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার গ্রামে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ঝড়ে বগরতলী পুকুর পাড়ের একটি ছোট্ট ইউক্লেপ্টাস গাছ ভেঙ্গে পড়ে। শুক্রবার বিকেলে শরিফুল ও বাবু ওই গাছটি তাদের দাবি করে কাটতে যায়। এ সময় একই গ্রামের ফজলুল হক, ফারুক, পলাশ, কফিল উদ্দিন, আরিফ ও মোস্তাকসহ ৬-৭ জন গাছ কাটায় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের কোপে শরিফুল ইসলাম, আলী মূর্তুজা বাবু গুরুতর আহত হয়।
উল্লেখ্য উক্ত জমির মালিকানা নিয়ে একাধিক বার থানা ও গ্রামে শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। তবে হাসপাতালে উত্তেজিত একটি পক্ষ সংঘর্ষের ঘটনাটি ইউপি নির্বাচনী সহিংসতা বলে দাবি করে বলেন, আওয়ামী লীগ মনোনীত চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমানও ছিলেন।
এ ব্যাপারে জারুরী বিভাগের চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার উম্মে হাবিবা বলেন, আহত দুই ব্যক্তির পায়ের শিরা কাটা যাওয়ার কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষেরই অভিযোগ পাইনি।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন