খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসসহ অপহরণকারী দলকে আটক করে অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, জেলার মানিকছড়ি উপজেলা সদর হাসপাতালের ১৮ কোটি টাকার নির্মাণাধীন কাজের সুপারভাইজার রেজাউল করিমকে একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে অপহরণ করে। অপহরণের পর পরই শুক্রবার বিকাল ৫টায় পুলিশ জালিয়াপাড়া এলাকায় অপহরণকারী দলটিকে মাইক্রোবাস সহ আটক করে। পরে মাইক্রোবাস থেকে অপহৃত রেজাউলকে পুলিশ উদ্ধার করে। অপহরণকারী দলের সকলেই খাগড়াছড়ি সদরের শালবন এলাকার বাসিন্দা।
এরা হলেন, মো: আলমগীর হোসেন (৩০), মো: কাউছার (২০), মাইনুদ্দীন (২১), বদরুল আলম (২৮)। মাইক্রোবাস নং-চট্ট মেট্রো-চ ১১-২৮-২৩ এর চালক মংচাইজা মারমা, গ্রাম-গোলবাড়ি, খাগড়াছড়ি সদরসহ মাইক্রোবাসটি আটক করে।
মানিকছড়ি থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একদল সন্ত্রাসী চাদাঁর দাবিতে এম.মাহমুদুল নবী কনস্ট্রাকশনের সুপারভাইজার রেজাউল করিমকে অপহরণ করে খাগড়াছড়ি জেলার দিকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে দ্রুত জালিয়া পাড়া এলাকায় অপহরণকরী দল ও অপহৃত ব্যাক্তিকে আটক করে।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন