বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি সায়েদ জালাল উদ্দিন স্ট্রোক করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করেন। প্রথমে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে কতর্ব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে রেফার করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জালাল উদ্দিনের মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
সাংবাদিক জালালকে বর্তমানে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভাগিনা সিফাত। জালাল উদ্দিনের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তার পরিবার।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ