দিনাজপুরের পার্বতীপুরে স্বামীর বাড়িতে জাহানারা বেগম (৩৬) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে পার্বতীপুর মডেল থানায় খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (০১ এপ্রিল) দিবাগত গভীর রাতে পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা ওই গ্রামের আনসার আলীর স্ত্রী।
মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজওয়ানুল হক দুলু জানান, জাহানারা-আনসার দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। কিছুদিন আগে মেয়েটির বিয়ে হয়। মেয়ের বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়। আনসার আলীর বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে শুয়ে পড়েন। গভীর রাতে আনসার আলীর ঘুম ভেঙে গেলে দেখতে পান পাশে জাহানারা নেই। পরে খোঁজাখুঁজি করে রান্না ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান।
শনিবার সকালে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ