ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে পানিতে ডুবে সিফাত নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সিফাত ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
কালীগঞ্জ থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির আঙ্গিনায় শিশুটি খেলা করছিল। এক পর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সকাল ৯ টার দিকে এলাকাবাসী বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে।
এসময় শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ হিমেল-১১