পেনশন সুবিধাসহ সরকারি রাজস্ব তহবিল হতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা চালুর দাবীতে লালমনিরহাটের পৌর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে। সোমবার সকালে শহরের মিশন মোড় চত্বরে পৌর কর্মকর্তা-কর্মচারীরা এসোসিয়েশনের আহ্বানে জেলার ২টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে দ্রুত বেতন-ভাতা চালুর দাবি জানিয়ে কর্মকর্তা কর্মচারীরা বলেন, বাংলাদেশের অধিকাংশ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মাসের পর মাস বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করে। বেতন-ভাতা না পাওয়ার কারণে অনাহারে অর্ধহারে জীনব যাপন করতে হয় পরিবার পরিজনদের। চাকরি থেকে অবসর নেয়ার সময় খালি হাতে বিদায় নিতে হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী, জেলা কমিটির সভাপতি নির্বাহী প্রকৌশলী জনাব তারিক রেজা, সাধারণ সম্পাদক জনাব অনুপ কুমার রায় প্রমুখ।
মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসক এর মাধ্যমে দাবিসমূহ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ হিমেল-১২