বান্দরবানের থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে ৩ গরু ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দু'জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে থানছি থানা পুলিশ তাদের আটক করে।
এদিকে শুক্রবার বিকালে অপহৃত হওয়া ঐ তিন গরু ব্যবসায়ীর লাশ আজ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- আবু বকর (৪০), সাহাব উদ্দিন (২৫) ও আবছার আলী। তাদের বাড়ি আলীকদম উপজেলা সদরে।
থানছি সদরের ইউপি চেয়ারম্যান মাংসা ম্রো জানান, গত শুক্রবার বিকালে থানছি সদরের জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দুই ব্যক্তি 'ডিম পাহাড়' নামক এলাকায় গরু কিনতে ৩ লাখ টাকা নিয়ে যেতে বলেন ঐ তিন গরু ব্যবসায়ীকে। তারা সেখানে গেলে অপহরণকারীরা তাদেরকে আটক করে গভীর জংগলে নিয়ে যায়। পরে এসব গরু ব্যবসায়ীদের ছেড়ে দেয়ার মিথ্যা আশ্বাসে দুর্বৃত্তরা বিকাশের মাধ্যমে শনিবার সকালে আরও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ হিমেল-১৫