বগুড়ার ধুনটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে হোন্ডি সেখ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি ধুনট সদরপাড়া গ্রামের মসলিম সেখের ছেলে। সোমবার সকাল ৯টায় পৌর এলাকার সরকারপাড়ায় এঘটনা ঘটে।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, হোন্ডি সেখ সকালে সরকার পাড়া গ্রামের শ্রী বাদল দামের বাড়িতে গাছের ডাল কাটতে যায়। এসময় অসাবধানতাবসত বিদ্যুতের তারের সাথে গাছের একটি কাটা ডাল আটকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন