লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরার ট্রলার থেকে কবির হোসেন (১৮) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ফলকনকাচিয়ার খাল মাছঘাট এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার আবুল বাশারের পুত্র।
এদিকে সন্দেহজনকভাবে ওই ট্রলারের মাঝি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমদ জানান, ট্রলার থেকে কবির হোসেন নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সন্দেহজনকভাবে ওই ট্রলারের মাঝিকে আটক করা হয়েছে। তবে তার কাছ তেকে কোন তথ্য পাওয়া যায়নি। থানায় এখনো (বিকেল পৌনে ৫ টা) পর্যন্ত কোন মামলা নেয়া হয়নি বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন