বগুড়ায় শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ট্রাকচাপায় আজিজুল হক (২৮) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহাস্থান সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আজিজুল শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের আলীগ্রাম উত্তরপাড়ার আবু তালেবের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই হাফিজ উদ্দিন জানান, ব্যাটারিচালিত ভ্যানে টমেটো নিয়ে মহাস্থান থেকে মোকামতলার দিকে যাচ্ছিলেন আজিজুল হক। এ সময় তিনি মহাস্থান হাটের সেতুর কাছে পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন