চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সালিশকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় নাচোল পৌর মেয়রসহ ৩ জন আহত হয়েছে।
এঘটনায় একটি মোটরসাইকেলসহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের বাড়ি ভাংচুর করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, গত ১৬ এপ্রিল শনিবার নাচোল রেল স্টেশন এলাকায় পৌর যুবদলের প্রচার সম্পাদক রানার শুভেচ্ছা সম্বলিত ফেষ্টুন কতিপয় ছাত্রলীগের নেতা নামিয়ে ফেলে এবং পরেরদিন তাকে মারপিট করে। এর জের ধরে পরবর্তীতে রানার লোকজন ছাত্রলীগের মামুনকে নাচোল মধ্য বাজারে ধরে মারপিট করা হয়। বিষয়টি নাচোল থানা পর্যন্ত গড়ালে আজ সোমবার বেলা ১২ টায় নাচোল থানার গোল ঘরে শালিশ বসে।
সালিশে নাচোল থানার এসআই কামরুল ইসলামসহ পৌর মেয়র আ’লীগ নেতা আব্দুর রশিদ খাঁন ঝালু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশে বিষয়টি পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর হস্তক্ষেপে নিস্পত্বি হয়।
এরপর বেলা পৌনে ২টার দিকে থানার গেটে দু’দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের হামলায় পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু (৫০), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন (৪৪) ও পৌর যুবদলের প্রচার সম্পাদক রানা (২১) আহত হন।
এদিকে পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুকে মারধরের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মেয়রের শতশত কর্মীরা লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে পড়ে। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের বাড়ি ভাংচুর করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন