সিলেটের জৈন্তাপুরে স্কুল থেকে ফেরার পথে বজ্রপাতে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক ছাত্রী।
সোমবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের পতন মালাকারের মেয়ে ডলি মালাকার (১০) ও একই গ্রামের আবদুর রহমানের মেয়ে ইশিতা রহমান তারিন (৭)। ডলি লক্ষ্মীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী ও ইশিতা ২য় শ্রেণির ছাত্রী। আহত লিপি মালাকার (৮) লক্ষ্মীপ্রসাদ গ্রামের রানা মালাকারের মেয়ে ও ওই স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী।
জৈন্তাপুর থানার ওসি শফিউল কবীর জানান- স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বজ্রপাতে স্কুলের পাশেই ডলি মালাকার ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইশিতা। আহতাবস্থায় লিপিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন