জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাছিনুর রহমান জানান, পাররামরামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা রহিমপুর গ্রামে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত যুবকের পরনে লুঙ্গী ও স্যান্ডো গেঞ্জি ছিল। গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। নিহত যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ