বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হলতা বাজারের ঝাড়ুদার গৌতম মালীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত গৌতম মালী একই উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর বোর্ড স্কুল এলাকার নারায়ন মালীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, গৌতম মালী হলতা বাজারের ঝাড়ুদার ছিলো। পূর্ব বিরোধের জের ধরে রবিবার রাতে গৌতমের বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা মিলন মালী ও বিমল নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান জানান, গৌতম হত্যার ঘটনায় তার স্ত্রী দিপালী রানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটক দু'জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার মর্গে ময়না তদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ