বিশ্বসেরা অলরাউন্ডার মাগুরার কৃতি সন্তান ক্রিকেটার সাকিব আল হাসানের নানি সায়েরা বেগম (৭৫) রবিবার রাত ৮ টায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)।
তিনি মাগুরা সদরের বারাশিয়া গ্রামের প্রয়াত সোলায়মান বিশ্বাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকালে রাবাশিয়া মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। সাকিব বর্তমানে কলকাতা নাইটরাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছে। নানির মৃত্যুর খবর তাকে জানানো হয়েছে বলে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ