পাসপোর্ট করতে আসা গ্রাহকদের ভোগান্তি থেকে রক্ষায় সাতক্ষীরায় ব্যাংক এশিয়া পাসপোর্ট ফি কালেকশন বুথের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ বুথ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, ব্যাংক এশিয়া লি: খুলনা ব্রান্সের ভাইস প্রেসিডেন্ট মোঃ ইফতেখার উদ্দিন আহমেদ, জুনিয়র অফিসার মোঃ ফিরোজ হুসাইন প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ব্যাংক এশিয়ার পাসপোর্ট ফি কালেকশন বুথের উদ্বোধনের মধ্য দিয়ে পাসপোর্টের টাকা জমা দেওয়ার দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে গ্রাহকরা রক্ষা পাবে। আগামী দিনে পাসপোর্ট ফি কালেকশন এর বুথের মাধ্যমে গ্রাহকরা সরকার নির্ধারিত পাসপোর্ট ফি অল্প সময়ের মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে পারবে। একই সাথে উন্নত সেবা পাবে এবং সফলভাবে পাসপোর্ট করতে পারবে।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন