ফেনীতে ছোট ভাইকে মারধরের প্রতিবাদ করায় বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (১৭ এপ্রিল)রাতে সোনাগাজী উপজেলার চরসাহাভিখারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ সবুজ চরসাহাভিখারী গ্রামের সিহাব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার রাতে শার্টের বোতাম খোলা রাখার অজুহাতে ওই গ্রামের সিহাব উদ্দিনের ছেলে আরিফকে স্থানীয় ইউপি সদস্য নুর আলমের ছেলে জুয়েল ও তার সঙ্গীরা মারধর করে। আরিফের বড় ভাই নুর মোহাম্মদ সবুজ ঘটনার প্রতিবাদ করলে জুয়েল ও তার সঙ্গীরা তাকেও মারধর করে। বিষয়টি আরিফ ও সবুজের বাবা ইউপি সদস্য নুর আলমকে জানালে তিনি তার বখাটে ছেলে জুয়েলকে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল তার দলবল নিয়ে রাত সাড়ে আটটার দিকে দ্বিতীয় দফা সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সবুজকে তার মুদি দোকানে বেদম মারধর করে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে ফেনী জেলা হাসপাতাল, পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে রাত তিনটার দিকে সবুজ মারা যান। নিহত সবুজ এক বছর আগে বিয়ে করেন। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার একমাত্র নবজাতক পুত্রের নাম রেখেছিল মোহাম্মদ ইমরান।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামছুল আলম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ