সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্রের মুখে কবির হোসেন নামে এক তেল ব্যবসায়ীর ম্যানেজারের কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ও দেড় লাখ টাকার চেক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে উপজেলার নুকালী ব্রীজের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের প্রতিবাদে তেল ব্যবসায়ী ও স্থানীয়রা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক আধাঘন্টা অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এঘটনায় পুলিশ ছিনতাইকারী সিরাজের দুই স্ত্রী হাসিনা বেগম (২০), জলি খাতুন ও হারুনের মা হাওয়া বেগমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, বাঘাবাড়ি নৌ বন্দরের জ্বালানী তেল ব্যবসায়ী শাহিনের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার কবির হোসেন নগদ ১২ লাখ টাকা ও দেড়লাখ টাকার চেক নিয়ে বাঘাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে উপজেলার ইসলামী ব্যাংকে যাচ্ছিল। পথিমধ্যে নুকালী ব্রীজের উত্তরে ৬/৭জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রে দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ গ্রামবাসী ও ব্যবসায়ীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
তিনি আরো জানান, ম্যানেজার কবির হোসেন ছিনতাইকারীদের মধ্যে নুকালী গ্রামের বিশার ছেলে সিরাজ (৩৫) ও শফির ছেলে হারুন ওরফে বাবলাকে (৩০) চিনতে পেরেছেন। পরে অভিযান চালিয়ে ছিনতাইকারী সিরাজের দুই স্ত্রী ও হারুনের মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী শাহিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন