ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গেট নামক স্থানে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ট্রেনে কাটা পড়ে সোয়াইব (৯) ও ইতুল (৭) নামের দুই শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় অপর ৪ জন গুরুতর আহত হয়েছে। নিহত সোয়ইবের পিতার নাম সাজ্জাদ খান সান্টু। আর ইতুলের পিতার নাম গফফার শেখ।
নিহত দুই শিশুর বাড়ি উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে। আহতরা হলো নাছির (৪০), ফাহিম (১০), রনি সেখ (১০), আতর আলী মল্লিক (৩৫)। আহতদের চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফাহিমকে ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, হতাহতেরা একটি নসিমনে করে মাঠ থেকে ধান বোঝাই করে বাড়িতে ফিরছিল। লক্ষণদিয়া গেট এলাকায় নসিমনটি রেলরাস্তা পার হওয়ার সময় একটি ট্রেন নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোয়াইব নামে একটি শিশুর মৃত্যু ঘটে। মারাত্মক আহত ইতুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেবার পথে সে মারা যায়। আহতদেরকে মধুখালী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন