ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রোকন উদ্দিন তারা (৪৫) নামের এক স্কুলশিক্ষক মাটি বোঝাই লড়ি চাপা পড়ে নিহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার ছনকান্দা রোডে এ ঘটনা ঘটে। তিনি জোরবাড়ীয়া কোনাপাড়া প্রাইমেরী স্কুলের শিক্ষক ছিলেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, ওই শিক্ষক মাস্টার ফুলবাড়ীয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই লড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেইি তিনি নিহত হন। এ ঘটনায় লড়িটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন