সিরাজগঞ্জের কামারখন্দে আলোকদিয়া দুর্বৃত্তের ছোড়া দুটি ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের আলোকদিয়ার মোড়ে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারের পর কামারখন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সর্দার জানান, আগামী ২৩ এপ্রিল এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা অন্ধকারের মধ্য থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ককটেল বিস্ফোরণে ৩ জনের পায়ে সামান্য আঘাত লেগেছে। আহতদের উদ্ধারের পর কামারখন্দ স্বাস্থ্যকমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন