বরিশালে বিভিন্ন নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযানে এসব জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড বরিশাল স্টেশনের গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। অভিযানটিতে নেতৃত্ব দেন বরিশাল স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এমাদুল হক।
অভিযানে উদ্ধার হওয়া ১৫০ মণ জাটকা বরিশালে নিয়ে আসা হয়েছে। যা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন