ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহাস্ত ক্লাব থেকে ১০-১২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার টাকা ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, বায়োটেকনলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, উপ-রেজিস্ট্রার রুহুল আমীন বাবু, সহকারি রেজিস্ট্রার আব্দুল হান্নান, কেরামত আলী, কর্মকর্তা গিয়াস উদ্দিন, বহিরাগত হায়দারসহ ১০-১২জন।
এদিকে, আটককৃতদের এক প্রভাবশালী নেতার সুপারিশে পুলিশ মুক্তি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ঘটনাটি আমি এখনো শুনেনি। তবে অফিসে গিয়ে ঘটনাটি শুনে তারপর বলতে পারব।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন