রংপুরের হাজিরহাট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় জয়নাল আবেদীন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল রংপুরের গংগাচড়া উপজেলার দক্ষিণ কোলকেন্দ গ্রামের বাচ্ছা মিয়ার ছেলে। তিনি একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার হাজিরহাট এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন জয়নাল। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা নীলফামারীগামী দ্রুতগতির একটি কাভার্ড তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন