ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামে ছাগল চুরি করতে গিয়ে গণপিটুনিতে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুলের বাড়ি উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, শেষ রাতে গৌরীনাথপুর গ্রামে ছাগল ছুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন নুরুল। এসময় স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নুরুলের নামে মহেশপুর থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন