রংপুর সদর উপজেলার হাজীরহাট এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় জয়নাল আবেদীন (৫৫) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় এ ঘটনা ঘটে।
তিনি স্থানীয় আবুল খায়ের টোব্যাকো কম্পানীর নিরাপত্তা প্রহরী ছিলেন।
প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, কোম্পানীর সামনে রাস্তার বিপরীত দিকে চায়ের দোকানে চা খেতে যান জয়নাল। চা খেয়ে রাস্তা পার হয়ে কোম্পানিতে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়।
এসময় ঘটনাস্থলেই মারা যান জয়নাল। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-০২