পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে হাসিবুল ইসলাম (৪৬) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার জেলার বোদা উপজেলার নগর সাকোয়া এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে বজ্রসহ ঝড় বৃষ্টির সময় ভ্যান চালক হাসিবুল তার নিজ বাড়িতেই বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে হাসিবুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তার কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ বজ্রপাতে ওই ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন