ফরিদপুরের সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামের আঃ হক মোল্যার ছেলে অটোচালক বাবুল মোল্যা (৪০) কে কুপিয়ে অটোবাইকট নিয়ে যায় দুর্বৃত্তরা। মারাত্মক আহত অবস্থায় বাবুল মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতের পরিবার ও কোতয়ালী থানা সূত্রে জানাগেছে, বাবুল মোল্যা প্রতিদিনের মতো অটোনিয়ে রবিবার বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকে ভাংগা উপজেলার মাণিকদহ ইউনিয়নের জাহানপুর এলাকায় গেলে কতিপয় দুর্বৃত্ত তাকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে অটোবাইকটি নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা বাবুলকে সদরপুর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, বাবুল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন