সুন্দরবন থেকে সাড়ে ৫'শ ঘনফুট চোরাই কাঠসহ ৩টি গোলপাতা বোঝাই নৌকা আটক করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের জীববেচিত্র্য ও বণ্যপ্রাণী সংরক্ষন কর্মকর্তা মেহেদী হাসান খান অভিযান চালিয়ে সোমবার রাতে সদর উপজেলার যাত্রাপুর এলাকার জাহিদ মোল্লার কাঠের গোলা থেকে এসব চোরাই কাঠ আটক করে।
রাতেই চোরাই কাঠসহ আটক ৩টি গোলপাতা বোঝাই নৌকা বাগেরহাটে নিয়ে আসা হয়। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, বাগেরহাট সদরের যাত্রাপুর এলাকার জাহিদ মোল্লার কাঠের গোলায় সুন্দরবনের বিপুল পরিমান চোরাই কাঠ রয়েছে, এমন খবরের ভিত্তিতে জীববেচিত্র্য ও বণ্যপ্রাণী সংরক্ষন কর্মকর্তা মেহেদী হাসান খান রাতে অভিযান চালায়।
এসময়ে ওই কাঠের গোলার সামনে সুন্দরবন থেকে নিয়ে আসা গোলপাতা বোঝাই ৩টি নৌকা হতে ৫ শত ঘনফুট চোরাই কাঠ আটক করা হয়। এসব লক সাইজের চোরাই কাঠের মধ্যে রয়েছে কেওড়া, বাইন ও গরার। এসময়ে গোলপাতা বোজাই নৌকা ও চোরাই কাঠের কোন দাবীদার না থাকায় কাউকে আটক করা যায়নি।
আটক ঐ ৩ টি নৌকার মধ্যে দুটি ফেরদৌস খান নামের একজন শরণখোলা ও ধলু মিয়া নামে অন্য একজন একটি নৌকা নিয়ে চাঁদপাই রেঞ্জের গোলপাতা কূপ থেকে বিএলসির মাধ্যমে গোলপাতা সংগ্রহ করতে সুন্দরবনে গিয়েছিলো। সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহের নামে চোরাই কাঠ পাচারের সাথে জড়িত দুই নৌকা মালিকের নামে মামলা করা হবে বলেও ডিএফও জানান।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-১২