দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে ৩ কিশোর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের বাংগিবেচা ঘাট এলাকায় পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটেছে। এরা হলেন, দিনাজপুর শহরের ঘাসিপাড়ার সাহাবুদ্দিনের ছেলে রাজ, ইকবালের ছেলে নাদিম ওরফে কালু এবং আফসার আলীর ছেলে এসএম সিরাজ উদ্দিন। এরা সবাই শহরের ঘাসিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, এই তিন কিশোর বাংগিবেচা ঘাট এলাকায় এসে তাদের সাইকেল তিনটি এক গাছের সংগে বেধে রেখে নদীর পানিতে গোসল করতে নামে। এরপর আর তারা উঠে না এলে এলাকাবাসীরা পানিতে খোজাখুজি করতে নামে।
এদিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল বিকালের এসে তল্লাসী অভিযান শুরু করবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৬