কক্সবাজারের উখিয়া উপকুলে ৫/৬ টি যাত্রীবাহী গাড়ী থেকে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা লুটপাট করে নিয়েছে সশস্ত্র একদল ডাকাত। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। সোমবার রাতে ইনানীর পাটুয়ার টেক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
জালিয়াপালং ৮ নং ইউপি সদস্য জাহেদুল ইসলাম জানান, তার স্ত্রী ও ভাবীসহ চিকিৎসা শেষে চেইন্দা থেকে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে পাটুয়ার টেক নামক এলাকায় পৌছালে ১০/১২ জনের মুখোশ পড়া ডাকাত দল সড়কে সুপারী গাছের ব্যাড়িকেট সৃষ্টি করে। এসময় তার স্ত্রী শাহিনা আকতারের সাড়ে ৪ ভরি স্বর্ণ, তার ভাবী আছিয়া খাতুনের ৩ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
ডাকাতের ছুরিকাঘাতে আহত ইমরান জানান, ডাকাতদল সন্ধ্যা ৭ টা থেকে ৮ পর্যন্ত যানবাহনে লুটপাট চালিয়ে মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষাধিক টাকা মালামাল ছিনিয়ে নিয়ে নুর হাকিমের বাড়ীর দিক পালিয়ে যায় ।
এ সময় ডাকাতে ছুরিকাঘাতে মাদারবনিয়া গ্রামের আহামদ হোসেন (৩৫), গাড়ী চালক ইমরান (২৯), ছেপটখালী গ্রামের জাহাঙ্গীর (৩২), চোয়ানখালী গ্রামের আইয়ুব আলী (৪০) সহ ৬ রজন গুরুতর আহত হয়।
আহতদের উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাহেদ মেম্বার বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে সে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কমিনিউনিটি পুলিশের সেক্রেটারী সাইফুল ইসলাম জানান, ডাকাতরা ছোয়ানখালী গ্রামের বাচা মিয়ার ছেলে আবুল কাসেমকে অপহরন করেছে। এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছি।
এদিকে এ ব্যাপারে জানার জন্য উখিয়া থানার ওসি হাবিবুর রহমানের মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি সাংবাদিকদের ফোন রিসিভ করেননি।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৯