নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্ট কারখানায় গণহিস্ট্রেরিয়ায় অন্তত ২০ নারী শ্রমিক অসুস্থ হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় এই ঘটনায় অসুস্থদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকাতে ‘রানস অ্যাপারেলস’ নামের রপ্তানিমুখী গার্মেন্ট কারখানাতে ৯'শ শ্রমিক কাজ করে। মঙ্গলবার দুপুর ১২ টায় হঠাৎ করে নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে সিদ্ধিরগঞ্জে সুগন্ধা ক্লিনিকে ভর্তি করা হয়।
এরা হলেন, রিয়া, সিমা, নিপা, শাহানা, দিনা, আসমা, সুমনা, রাহিমা, সীমা, শাহীন আরা বেগম, লিমা আক্তার, আসমা আক্তার, নারগিস বেগম, রানু বেগম, লিমা, পারভীন ও রানু প্রমুখ।
ক্লিনিকের জরুরী বিভাগের ডাক্তার মাহমুদুল হক জানান, কারখানার ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও বাতাস না থাকার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরাফত উল্লাহ জানান, গার্মেন্ট কারখানায় কাজ করার সময় হঠাৎ করে গণহিস্ট্রেরিয়ায় দেখা দেয়। এতে অন্তত ২০ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-২১