মুন্সীগঞ্জে বেড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মাসফিকুজ্জামান (৩২) নামের এক কারারক্ষী নিহত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, রাত আনুমানিক ১০টার দিকে শহরের আয়কর অফিসস্থ মৃধা ভবনের ছাদ থেকে পড়ে তিনি আহত হন।
কারা সূত্রে জানা গেছে, নিহত মাসফিকুজ্জামান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার টেঙ্গুরী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে। গত ৬ মাস আগে তিনি শরীয়তপুর জেলা কারাগার থেকে বদলী হয়ে এসেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার ফরিদুল হাসান রুবেল জানান, ঘটনার পরপরই পুলিশ তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসফিক মারা যায়।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব