লক্ষ্মীপুরের কমলনগরে এক কিশোরীকে শ্লীলতাহানীর দায়ে রিয়াজ (২৩) নামে এক বখাটে যুবককে ১ মাস ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ কারাদন্ডাদেশ দেন। রিয়াজ উপজেলার মধ্যচর মার্টিন গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার মধ্য চরমার্টিন গ্রামের রিয়াজ তার প্রতিবেশী এক কিশোরীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার সকালে কিশোরীকে শ্লীলতাহানী করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-২৩