ভাংচুর ও নাশকতা মামলায় বগুড়া জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় বগুড়া শহরের চেলোপাড়াস্থ ৬নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, গ্রেফতারকৃত পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাশকতা ও ভাংচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরিমল বগুড়া শহরের চেলোপাড়া এলাকার পরেশ চন্দ্র দাসের পুত্র।
পরিমল চন্দ্র দাস বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৬/ এস আহমেদ